আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে আহত ইউসুফ সহ তার পরিবার,থানায় অভিযোগ। 

আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে আহত ইউসুফ সহ তার পরিবার,থানায় অভিযোগ। 

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে আহত ইউসুফ সহ তার পরিবার,থানায় অভিযোগ। 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চাঁদপুর পূর্বপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হাতে আহত ইউসুফ ও তার পরিবার এ ঘটনার কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন অদ্য ০৭/১১/২০২৪ইং রায় অনুমান ১১.৩০ ঘটিকা। কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চকবাজার শাপলা মার্কেট গাজীপুরী হোটেলের সামনে রাস্তায়।মোঃ স্বপন মিয়া থানায় আসিয়া  মোঃ রাকিব,মোঃ মজিব  জুলহাস প্রঃ ফারুক,ও। শামীম, নাহিদ এ খাল পোড়া নাহিদ, এনাম সহ অজ্ঞাতনামা ও ৩/৪ জনের এর বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে.১নং সাক্ষী জখমী মোঃ ইউসুফ আমার বড় ভাইয়ের ছেলে (ভাতিজা) হয়। বিবাদীগন দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী, মারামারি, দাঙ্গাহাঙ্গামা লিপ্ত রয়েছে। ১নং সাক্ষী সহ আমরা বিবাদীদেরকে এলাকার মারামারি, দাঙ্গাহাঙ্গামা না করার জন্য বলিলে তারা আমাদের সাথে শত্রুতা গোপন করে ১নং সাক্ষীকে মারার জন্য সুযোগ খোঁজে।গত ০৭/১১/২০২৪ইং রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ১নং সাক্ষী র্মোঃ ইউসুফ মিয়া সাক্ষী সহ তাদের ব্যক্তিগত কাজে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার শাপলা মার্কেট গাজীপুরী হোটেলের সামনে গেলে পূর্বপরিকল্পিত ভাবে বর্ণিত বিবাদীগন অজ্ঞাতনামা বিবাদীগন সহ সকলে বোআইনী জনতাবাদ্ধ হত্যার উদ্দেশ্যে হাতে ধারালো চাপাতি, চুরি, লোহার রড ইত্যাদি নিয়া তাকে প্রাণে মারার উদ্দেশে আক্রমন করত সকলে এলোপাতারি মারধর শুরু করে।তাদের কে মোঃ রাকিব তার হাতে থাকা ধারোলো চুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে তলপেট লক্ষ করে ঘাই দিলে সাক্ষী মোঃ ইউসুফ প্রাণ রক্ষার্থে বাম হাত দিয়া ফিরাইলে উক্ত ছুরির আঘাতে তার বাম হাতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। জখমী ইউসুফ শোর চিৎকার দিলে বিবাদী জুলহাস প্রঃ মারুক ঝাপটা দিয়া ধরিয়া দুইহাত দিয়া তাহার অন্ডকোষে চিপা দিয়া শ্বাসরোধ করিযা হত্যার চেষ্টা করে। বিবাদী মোঃ সজিব, শামীম, নাহিদ গাল পোড়া নাহিদ, এনামগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন অমানবিক ভাবে সাক্ষী মোঃ ইউসুফকে কিল ঘুষি লাথি মারিয়া এবং লোহার রড এলোপাতারি ভাবে পিটাইয়া তার বুকে, পিঠে তলপেটে সহ শরীরে বিভিন্ন স্থানে নীলফুলা জখম করে। বিবাদী মোঃ শামীম ভিকটিম মোঃ ইউসুফের পকেটে থাকা ৩,২০০/-টাকা জোর করে নিয়া যায়। জখমী মোঃ ইউসুফের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। বিবাদীগন যাওয়া কালে তাকে হুমকী ধমকী দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে বাস যে তাহারা পরে সুযোগমত পাইলে তাকে প্রানে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে। ঘটনার পর খবর পাইয়া আমি সাথে সাথে ঘটনাস্থলে আসিয়া জখমীকে পড়িয়া থাকিতে দেখি এবং তাকে চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়া চিকিৎসা করাই। ঘটনার পর জখমীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এবং এলাকার গন্যমান্য লোকজন সহ আত্নীয় স্বজনকে জানাইয়া থানায় অভিযোগ করিতে বিলম্ব হইল।