কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল,গ্রেফতার ৮ নেতাকর্মী!
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এই ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে গরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুমিল্লা কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোগলটুলির আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কালিরবাজার ইউনিয়নের রাইচৌর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুড়া থানার ঝলম গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচংয়ের বানাতি গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বারের চাপনগর গ্রামের বালাই চন্দ্র সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কুমিল্লা কোতোয়ালি থানার তৈল কুপি গ্রামের ফজলু মিয়া প্রকাশ টুকু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে সোমবার বিকেলে আদালতের প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com