কুমিল্লায় যুবলীগ নেতা মামুন গ্রেফতার কুমিল্লায় যুবলীগ নেতা মামুন গ্রেফতার কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫ কুমিল্লায় যুবলীগ নেতা মামুন গ্রেফতার নেকবর হোসেন,নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচংয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৮ মামলা রয়েছে। । SHARES অপরাধ বিষয়: কুমিল্লায় যুবলীগ নেতা মামুন গ্রেফতার