কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক

কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক

নেকবর হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর বাস্তুহারা কলোনিতে রুবেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।আটকেরা হলেন—সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাস্তুহারা কলোনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে সুন্দর আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করেন সুন্দর আলী। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, বাস্তুহারা কলোনি থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।