কুমিল্লা গোমতী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

কুমিল্লা গোমতী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বানাসুয়া এলাকায় গোমতি নদীতে ভাসমান অবস্থায় অনুমান ৪৫ বছরের অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারী- ২০২৪) সন্ধায় ৪নং আমড়াতলী ইউনিয়নের পালপাড়া রেলওয়ে ব্রিজের নিচে গোমতি নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা ও ছাত্রখিল পুলিশ ফাঁড়ির পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য পাঠান। পাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অজ্ঞাতনামা লাশটি অজ্ঞাত কোন স্থান হতে পানির স্রোতে ভেসে আসে ওই এলাকায়। এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীর ইমন জানান, পালপাড়া ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।