কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন থানায় ধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন থানায় ধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান।

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন থানায় ধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠান।

স্টাফ রিপোর্টার।।

‘ঐক্যবদ্ধ বাংলাদেশ, ছড়াবে না বিদ্বেষ’ এ স্লোগানে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সকল ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। গত ৫৩ বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা কোন গুজবে কান দেবো না। কুমিল্লায় ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনেও ঘটবে না। সম্প্রীতি নষ্ট হয়েছে, এমন কোন কাজ হয়নি। যেকোনো মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ সবসময় শান্তিপ্রিয় সাধারণ মানুষের পাশেই থাকবে।