কুমিল্লা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক।

কুমিল্লা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক।

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

কুমিল্লা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক।

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউপির কবিরাজ বাজারস্থ জনৈক জামাল হোসেন এর চা দোকানের সামনে বুড়িচং-টু-কুমিল্লা গামী পাকা রাস্তার উপর এসআই(নিঃ)/জীবন বিশ্বাস, সঙ্গীয় এএসআই/ মোহাম্মদ ফোরকান, কং/৪৬৪ মোঃ আসাদ মিয়া, কং/৯৬৩ সানি বড়–য়া, কং/৩৫৫ নুরুল ইসলাম, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাগণের সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়া কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং-৩২৮, তারিখ-২০/১২/২০২৪খ্রিঃ মূলে কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদেরে ভিত্তিতে ২১/১২/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৪:৩০ ঘটিকায় ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউপির কবিরাজ বাজারস্থ জনৈক জামাল হোসেন এর চা দোকানের সামনে বুড়িচং-টু-কুমিল্লা গামী পাকা রাস্তার উপর পৌছিয়া ওৎপেতে থাকেন। অনুমান ১০ মিনিট পর ঢাকা-মেট্রো-ট-১৬-৪৩৭৯ রেজিঃ নাম্বারের একটি কার্গো ট্রাক গাড়ী আসিতে দেখিয়া থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ দেখিয়া চালক উক্ত স্থানে গাড়ীটি থামাইলে গাড়ীর চালক আসামী মোঃ আজাদ মিয়া (৪৫) ও চালকের পাশের সিটে বসা অবস্থায় অপর আসামী মোঃ রমজান আলী (৫০)কে আটক করেন। তখন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত হেফাজতে থাকা ঢাকা-মেট্রো-ট-১৬-৪৩৭৯ রেজিঃ নাম্বারের কার্গো ট্রাক গাড়ীটি তল্লাশী করিয়া গাড়ীর বডির নিচে চেসিস এর সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো মোট ২০(বিশ) টি পোটলা, প্রতি পোটলায় ০২(দুই) কেজি করিয়া মোট (২০×২)=৪০(চল্লিশ) কেজি গুড়া গাঁজা পাইয়া উদ্ধার পূর্বক উদ্ধারকৃত গাঁজা সহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৪৩৭৯, যাহার মূল্য অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা হইবে ২১/১২/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৫:১০ ঘটিকায় পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/জীবন বিশ্বাস, বাদী হইয়া কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। ভিকটিমের সংখ্যা ও বিবরণ উদ্ধার ৪০(চল্লিশ) কেজি গুড়া গাঁজা,একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক গাড়ী
আসামী/অভিযুক্তের নাম: আসামী ১। মোঃ আজাদ মিয়া (৪৫), পিতা- মৃত বাচ্চু মিয়া, মাতা-ছেনু বেগম, গ্রাম-আমানগন্ডা (বাচ্চু মিয়ার বাড়ী), ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ রমজান আলী (৫০), পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা-সাফিয়া খাতুন, গ্রাম-দক্ষিণ গ্রাম (উত্তর পাড়া)-নোমান মাষ্টারের বাড়ী), রাজাপুর ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা
কোতয়ালী মডেল থানার মামলা নং -৫২, তারিখ-২১/১২/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়।