কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, সাংবাদিকদের উপর হামলা!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, সাংবাদিকদের উপর হামলা!

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, সাংবাদিকদের উপর হামলা!

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটার পর, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভি ও চ্যানেল ২৪-এর ৪ সাংবাদিক। আহত সাংবাদিকরা হলেন যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিক ইসলাম, খোকন চৌধুরী, ক্যামেরাপার্সন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরাপার্সন ইরফান। তাঁদের উপর একদল ইন্টার্ন চিকিৎসক হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা তাঁদের মারধর করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। ঘটনার পর, ইন্টার্ন চিকিৎসক ও বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করেন এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান।কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম জানান, “ভুল চিকিৎসায় একজন রোগীর মৃত্যুর খবর শুনে আমরা তথ্য সংগ্রহ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুর করে। এর আগেও এমন হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।”
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানিয়েছেন, “আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। কেন এই ঘটনা ঘটেছে তা জেনে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।”