কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎

কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

“প্রেস রিলিজ”

‎কুমিল্লা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৩ জন গ্রেফতার, হত্যা মামলায় ৬৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৩২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৭৯ টি অস্ত্র, ১২৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২১৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২১৭ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব -১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ১৪ মার্চ ২০২৫ ইং তারিখ রাতে র‍্যাব -১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ সাইফুজ্জামান বুলবুল (৩৮) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীমোঃ সাইফুজ্জামান বুলবুল (৩৮) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সবজিকান্দি গ্রামের মৃত মফিজুল ইসলাম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।