কুমেক হাসপাতালের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু

কুমেক হাসপাতালের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

কুমেক হাসপাতালের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পাঁচ তলা থেকে পড়ে ওসমান গনি (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ মার্চ) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বারান্দা থেকে পড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা পলাতক রয়েছেন।নিহত ওসমান গনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।তিনি হাতের একটি অপারেশনের জন্য গত এক সপ্তাহ ধরে কুমেক হাসপাতালে ভর্তি ছিলেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতর স্ত্রী কোহিনুর বেগম বলেন, গত এক সপ্তাহ ধরে আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের যেখানে সিট দেওয়া হয়েছিল এর পাশেই দেওয়াল অরক্ষিত ছিল।কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমারা এখানে এসেছি চিকিৎসা নিতে, কিন্তু আজ লাশ নিয়ে বাড়ি ফিরেছি। আমি এ ঘটনার বিচার দাবী করছি।এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে সার্জারি বিভাগের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন ও হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে একাধিক বার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।নিহতের স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছেন।তবে এ ঘটনায় তাদের কোন অভিযোগ নেই বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।