গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব হলেন কুবি শিক্ষার্থী "রুবেল"
কুমিল্লা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল কে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়েছে। জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব হিসেবে প্লাটফর্মের নেতৃত্ব দিয়েছিলো। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে আছেন জাহিদ হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বলে জানা যায়।জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল প্রতিবেদককে জানান-দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কল্যাণে আমাদের ছাত্র সংগঠন কাজ করবে। আমাদের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে মানসম্মত লাইব্রেরি, ল্যাব, নিরাপত্তা নিয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয়গুলোকে যাতে গবেষণামুখী করা যায় সে ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো। ‘জুলাইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি এবং এখনো সহাবস্থানের রাজনীতি চর্চা করছি। বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com