চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু শিবির, ১২ লাখ রোগিকে ফ্রি চিকিৎসার মাইলফলক অর্জন

চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু শিবির, ১২ লাখ রোগিকে ফ্রি চিকিৎসার মাইলফলক অর্জন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু শিবির, ১২ লাখ রোগিকে ফ্রি চিকিৎসার মাইলফলক অর্জন

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতাল দীর্ঘ ২৬ বছর ধরে হতদরিদ্র রোগিসহ সাধারণ মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে দৃষ্টি প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৪ জন অস্বচ্ছল দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এদেরমধ্যে ১৪ জন রোগিকে ছানি অপারেশনের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: রাকিব হোসাইনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু রোগিদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
জানা গেছে, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে দীর্ঘ ২৬ বছরের সাফল্যময় ইতিহাস। ১৯৯৮ সাল থেকে “দৃষ্টি” প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ৪টি শাখার মাধ্যমে এখন পর্যন্ত সারাদেশে ১২ লাখ রোগিকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ রোগির বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এছাড়া এখানে সহজ উপায় এবং স্বল্প ব্যয়ে সাধারণ চক্ষু রোগিদের যাবতীয় চক্ষু পরীক্ষা-নিরীক্ষাসহ অপারেশন সেবা কার্যক্রমও চলমান থাকায় সুবিধাভোগিসহ সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে এ হাসপাতালটি। যার সুনাম ছড়িয়েছে পড়েছে দেশ থেকে দেশান্তর।
এ বিষয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) বলেন, ‘সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনন্য সকল অর্জন। অনন্য এ অর্জনের স্বপ্নসারথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গরীব-অসহায় চক্ষুরোগির পাশাপাশি সাধারণ রোগিদের মানসম্মত সেবাপ্রদানেও প্রতিনিয়ত হাসপাতালটি ব্যাপক ভূমিকা পালন করছে। দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় সকলের দোয়া কামনা করছি’।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতাল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজ ফ্রি চক্ষু শিবিরের মাধ্যমে ৭৪ জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান সহ মনোনীত ১৪ জন রোগিকে তারা বিনামূল্যে ছানি অপারেশন করাবে। সমাজের দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি’।