চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক ৬ চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক ৬ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আটক ৬ চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।। চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে রাতের আধাঁরে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। নিহত আবদুল মালেক ঐ গ্রামের মৃত মির্জ আলীর ছেলে। তথ্যটি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহম্মেদ। এই ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দিন সহ ৬ জনকে আটক করা হয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবদুল মালেক এর সাথে পাশ^বর্তী মৃত আবদুল হাকিম এর ছেলে মোঃ কামাল উদ্দিনগং এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা চলে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় এর জের ধরে উভয় পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে কামাল উদ্দিনের নেতেৃত্বে ৬-৭ জন বৃদ্ধ আবদুল মালেককে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে বিদ্যুতের আলো নিভিয়ে দেয়। পরে তাকে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে উপর্যপুরি আঘাত করা হয়। গুরত্বর আহত অবস্থায় আবদুল মালেককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কামাল উদ্দিন গংদের বাড়ী ঘেরাও করে । খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে অভিযুক্ত কামাল উদ্দিন সহ ৬ জনকে পুলিশী হেফাজতে নেয়। নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, কামাল উদ্দিন গংদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে কামাল উদ্দিনরা বিরোধকৃত জমিতে বেড়া নির্মাণ করছিলেন। এসময় আমার বাবা বাধা প্রদান করেন। এর জের ধরে তারা রাত সাড়ে ৯টায় পরিকল্পনা করে আমার বাবার উপর হামলা করে এবং ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। এক পর্যায়ে তারা বিদ্যুতের আলো বন্ধ করে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেককে কামাল উদ্দিন গংরা ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে এলাকাবাসী কামাল উদ্দিন গং এর বাড়ী ঘেরাও করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল উদ্দিন সহ ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ নারী। আবদুল মালেকের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কামাল উদ্দিন একটি এনজিও সংস্থার ফিল্ড অফিসার হিসেবে চাকরি করেন। SHARES অপরাধ বিষয়: আটক ৬চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধে ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা