চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপা‌রেশন

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপা‌রেশন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপা‌রেশন

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম)নিজস্ব প্রতিবেদক।।।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চক্ষু সেবায় ২৭ বছর ( ১৯৯৮-২০২৪) পূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।বুধবার (৯ এপ্রিল) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন এবং হাসপাতালের Paid রোগী‌ Phaco, Sics, Grafting, DCR ১৯ জন সহ মোট ৪৯ জন অস্বচ্ছল দ‌রিদ্র রোগীর চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়ে‌ছে।হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়। তিনি জানান, অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ও ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ভার্ড ও ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।