ডিবি পরিচয়ে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন, পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি!
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামে ডিবি পরিচয়ে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও মানবিক কর্মী শেখ নোমানকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রোববার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৩ টায় একদল ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে বাইরে এনে বেধড়ক মারধর করে। একইসঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে স্থানীয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডিবি নামধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তবে কোনো ধরনের ব্যবস্থা না নিয়েই ফিরে আসে বলে অভিযোগ করেন নোমান। ভুক্তভোগীর ভাষ্যমতে, প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের মধ্যে তিনজনকে স্পষ্টভাবে শনাক্ত করেছেন। তারা হলেন- আব্দুল কাদের (৪০), পিতা মৃত সিদ্দিকুর রহমান, গ্রাম বরইগাও, এরশাদ মিয়া, পিতা সিদ্দিকুর রহমান (মুরগি ব্যবসায়ী), গ্রাম জয়নগর, মুহাম্মদ আলী (৪২), পিতা হাসমত আলী, গ্রাম জয়নগর। অভিযুক্তদের সাথে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল।
ফেসবুক লাইভে এসে ঘটনার বিষয়ে বিস্তারিত বলেন শেখ নোমান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ও আতংকের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে শেখ নোমান বলেন, আমি লাকসামে হাসপাতালে চিকিৎসাধীন আছি, একটু সুস্থ হয়ে আজই থানায় অভিযোগ করবো। কারা, কী কারণে আমাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে চোখ বেঁধে মারধর করে তা আমি জানতে চাই। আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয়ে জানতে চাইলে লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শেখ নোমানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধোর ও শারীরিক নির্যাতনের করার সত্যতা পেয়েছি। জড়িত সন্দেহে আমরা কয়েকজনকে সনাক্ত করেছি। বর্তমানে নোমান চিকিৎসাধীন অবস্থায় আছে। থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়েরের পর আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com