দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা‘ দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা‘ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫ তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, তুই বলার কে?’ বলে ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজ! কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।। ‘তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাওন ইসলাম সবুজ নামে ওই ছাত্রদল নেতাকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল কে এম শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। এ সময় শাওন নামে এক যুবক সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে মোটরসাইকেলটি সরানোর জন্য বলি। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বলেন, তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে? এরপর আবারও তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকেন। পরে পথচারী ও সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে। SHARES অপরাধ বিষয়: দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা‘