দেবীদ্বারে ৪০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা!

দেবীদ্বারে ৪০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা!

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারাই সবচাইতে সম্মানিত ব্যক্তি – ইউএনও আবুল হাসনাত খাঁন
এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়।বুধবার ২৬ মার্চ বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ৪০০ জন পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নগদ অর্থ ও উপহার সামগ্রী ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসানাত খাঁন’র সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রায়হানুল ইসলাম, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর গেরিলা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, “বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের এই দিনে দ্বিজাতী তত্বের ভিত্তিতে একটি স্বের শাসকের পরাধীনতা থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ২৪শের ছাত্র জনতার আন্দোলনেও একটি বৈষম্য স্বৈরশাসকের পতন ঘটিয়ে বৈষম্য বিরোধী রাস্ট্র কায়েমের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছি। দুটোর লক্ষ্য এক হলেও দু’টি বিজয়ের অর্জণ এক করে দেখা যাবেনা। মুক্তিযোদ্ধারাই হচ্ছেন আমাদের আসল নায়ক। পৃথিবীর বুকে এ বাংলাদেশের পরিচয় তারাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারাই সবচাইতে সম্মানিত ব্যক্তি।’আলোচনা শেষে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয় এবং সকল মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ, উপহার সামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।