পুলিশের সাথে ছবি তোলে বিপাকে অভিনেতা "পাভেল"
স্টাফ রিপোর্টার।।
পুলিশের সাথে ছবি তোলে বিপাকে অভিনেতা "পাভেল" হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। যিনি ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’ নামেও পরিচিত। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন পুলিশের সঙ্গে দেখা মেলে তার। সেই ছবি দেখেই অনেকের প্রশ্ন, পাভেল কি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন?এই প্রশ্নের অন্যতম কারণ পাভেলের দেওয়া ফেসবুক পোস্ট। যেখানে পুলিশের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু....।’এরপরই ভক্তমহলে প্রশ্ন, পাভেল কি বিমানবন্দরে কোনো বিপদের মুখে পড়েছেন কি না? বা কোনো অপরাধ কাণ্ডে ফেঁসেছেন কি না। এ বিষয়ে রহস্য খোলাসা করেছেন অভিনেতা। গণমাধ্যমকে জানালেন, নিছকই মজা করে পোস্টটি দিয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com