প্রবাসীর বাড়ির রাস্তায় খুঁটি গেড়ে দিল সাবেক আওয়ামী লীগ নেতা

প্রবাসীর বাড়ির রাস্তায় খুঁটি গেড়ে দিল সাবেক আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৫

প্রবাসীর বাড়ির রাস্তায় খুঁটি গেড়ে দিল সাবেক আওয়ামী লীগ নেতা
কুমিল্লা প্রতিনিধি।।
প্রবাসীর বাড়ির রাস্তায় খুঁটি গেড়ে দিলেন এক প্রভাবশালী। যাতায়াতের সময় সেই খুঁটিতে স্পর্শ করলেই করা হয় হামলা। দাবী করা হয় চাঁদা। ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের। প্রবাসী সূত্রে জানা গেছে, শাহদৌলতপুর এলাকার প্রবাসী মাইনুদ্দিন পাভেল কদিন পরপরই তার মাছের প্রজেক্টের জন্য খাবার আনেন। মাঝেমধ্যে খাবার আনতে গিয়ে প্রভাবশালীদের তোপের মুখে পড়েন। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একই ঘটনা ঘটে। স্থানীয় অটোরিকশাচালক রমজান মিয়া মাছের প্রজেক্টের খাবার নিয়ে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে গেড়ে দেয়া খুঁটি অটোরিকশা লেগে যায়। এতেই বাঁধে বিপত্তি। এ সময় ময়নামতি ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং তার ২ ভাতিজা মো রাসেল, মো. আব্দুল মতিন ও মো. সাইফুল ইসলাম রনি গাড়ি আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

চালক রমজান মিয়া বলেন, তারা গাড়ি আটকানোর পর বলে, তাদের জায়গার ওপর দিয়ে যাওয়ার ভাড়া দিতে হবে। আমি বললাম এটাতো সবার রাস্তা সবাই যায়। কিন্তু সে বেশি কথা বলি বলে আমার গায়ে হাত দেয়। এসময় একজন আমাকে ধরে রাখে আরেকজন ধাক্কা দেয়। তারা অশালীন ভাষায় গালিগালাজ করা শুরু করে। প্রবাসী মাইন উদ্দিন পাভেল বলেন, আমরা এই এলাকার বাসিন্দা। এই এলাকার রাস্তা দিয়ে চলতে হলে আমাদের চাঁদা দিতে হবে। এটা কেমন কথা? এ রাস্তা সম্পূর্ণ সরকারি রাস্তা। ইচ্ছে করে ঝামেলা বাঁধাতে আর চাঁদা নিতে খুঁটি গেড়েছে তারা।
এ সময় তিনি আরো বলেন, আমাদের নিজস্ব জমি থেকে ৪ শতাংশ রাস্তা দিয়েছি। আমাদের পরিবারের সকল পুরুষ দেশের বাহিরে থাকায় জোর করে রাস্তায় দেয়াল তুলেছে। আওয়ামী লীগের সময়ে এসব লোক আমাদের এলাকায় হামলা করেছে। এলাকায় নতুন কেউ এসে নতুন বাড়ি ঘর কাজ শুরু করলে লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করেছে। এখনো এমন করছে তারা। এখন নতুন কায়দা হলো পিলার গেড়ে দেয়া। এলাকার সাধারণ জনগণ তা জানেন। তারা এখনো হুমকি ধমকি ভয় দেখিয়ে যাচ্ছে। প্রশাসন এগুলি কেন দেখেনা? এখনো কি আগের মত সবাই তাদের ভয় পায়?
এসব অভিযোগের বিষয়ে জানতে মো. আব্দুল মতিনকে কল দিলে তিনি বলেন, রাস্তা আমাদের জায়গায়। তারা আমাদের জায়গার ওপর দিয়ে যাচ্ছিল। আমাদের পিলার ভেঙে দিছে৷ তাই বলেছি জায়গা কিনে সেই জায়গার ওপর দিয়ে যেতে। এদিকে এঘটনার বিষয়ে জানতে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)