নওগাঁর রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতারা হলেন দক্ষিণ রাজাপুর গ্রামের মৎস্যজীবী কোরবান আলী ও তার দশ বছর বয়সী মেয়ে কুহেলী।
স্থানীয়রা জানান, সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা-মেয়ের শরীর।কোরবানের ভাই কামরুলের দাবি, অনৈতিক সম্পর্কে জড়িত ছিল কোরবানের স্ত্রী। যা নিয়ে কিছুদিন ধরেই ঝামেলা চলছিল তাদের। দুইদিন আগে তার স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। এতে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে তারা।
রানীনগর থানার ওসি তদন্ত মোসলেম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com