ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫ ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৯ এপ্রিল) বুধবার বিকাল ৫টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার আয়োজনে সাহেবাবাদ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেবাবাদ বাজারে এসে এক প্রতিবাদ সভা ও ফিলিস্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়। এতে ক্বারী মোহাম্মদ কামরুল হাছান ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মাওলানা আবু সালেহ মুহাম্মদ নূর মোহাম্মদ, ক্বারী মাওলানা কামরুল হাসান সালেহী, মাওলানা খাইরুল আমিন, ক্বারী মুহাম্মদ সুলাইমান, আমিনুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, আল-আমিন। এতে প্রায় কয়েক হাজার মুসলিম তাওহীদি জনতা ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ফিলিস্তিনে মানবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। SHARES কুমিল্লা জেলার খবর বিষয়: ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল