ব্রাহ্মণপাড়ায় এড. আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত।

ব্রাহ্মণপাড়ায় এড. আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় এড. আমীর হোসেন ও আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত।

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট আমীর হোসেন ও তার সহধর্মিণী আর কিউ কানিজে জোবেদা এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ এর আয়োজনে কলেজ মাঠে এই শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।এতে আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাইফুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মেরিন ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, সাবেক বিদ্যুৎসাহী সদস্য সাবিনা আফরোজ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন তাসমিয়াহ মেহজাবিন মিন্জু। এসময় মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন, আবু জাহের পুলিশ, ফরিদ আহাম্মেদ নসু, প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আমীর হোসেন ছিলেন একজন আলোকিত মানুষ। শিক্ষা বিস্তারে তিনি এলাকায় ব্যাপক কাজ করেছেন। তাকে পুরো উপজেলাবাসী আজীবন স্মরণ করবে।সবশেষে এডভোকেট আমীর হোসেন ও তার সহধর্মিণী আর কিউ কানিজে জোবেদা এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ ফারুকী।