ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫ ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অন্তর্ভুক্ত শশীদল বিজিবি ক্যাম্পের অভিযানে ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করেছে। এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মাদক মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অন্তর্ভুক্ত শশীদল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. কবির হোসেন এর নের্তৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টায় উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী মেইন পিলার ২০৫৮/৬ সীমান্তের রাস্তার উপর একটি অটোরিক্সাকে সন্দেহ হলে দাঁড়ানোর সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালকসহ যাত্রীবেশে থাকা একজন দৌড়ে পালিয়ে যায়। তখন অটোরিক্সা তল্লাশী করলে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৫টি বান্ডিলে যার প্রতিটি গায়ে ৪ কেজি করে ২০ কেজি গাঁজাসহ অটোরিক্সা জব্দ করে ব্রাহ্মণপাড়া থানায় এনে মাদক মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ