ব্রাহ্মণপাড়া ডাঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান 

ব্রাহ্মণপাড়া ডাঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান 

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

ব্রাহ্মণপাড়া ডাঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান 

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “গোপালনগর ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায়” হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে খাজা গরীবে নেওয়াজ এর স্মরণে ও কুয়েতের কান্ট্রি ডিরেক্টর হাফেজ মাওলানা শহিদুল ইসলাম এর শুভাগমন উপলক্ষে বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সুবেদার এর সভাপতিত্বে ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার এর সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার দাতা সদস্য ও আমেরিকা প্রবাসী মিজানুর রহমান চৌধুরী। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ হাবিবুর রহমান, সার্জেন্ট শফিকুল ইসলাম আখন্দ, মোঃ গোলাম মোস্তফা ভূইঁয়া, মোঃ আব্দুর রাজ্জাক ভূইঁয়া, মোঃ শাহ পরান দারোগা, মোঃ সফিকুল ইসলাম আর্মি। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা ছিলেন দৌলতপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ মুফতি নাইমুর রহমান। প্রধান আকর্ষণ ছিলেন সৈয়দ আহমেদ রেজা আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন শিদলাই দরবার শরীফের পীর হযরত মাওলানা রহুল আমিন, দৌলতপুর দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা সৈয়দ হেফজুর রহমান। এবছর মাদ্রাসা থেকে ৫ জন হাফেজ ছাত্র হেফজ সম্পন্ন করেন। তাদেরকে পাগড়ি ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা। হাফেজ ছাত্ররা হলেন- হাফেজ মোঃ নিহাদুল ইসলাম, হাফেজ মোঃ উবায়দুল হক ইনসান, হাফেজ মোঃ আবু সাঈদ, হাফেজ মোঃ সিফাতুজ্জামান, হাফেজ মোঃ আব্দুল্লাহ মাহি। সবশেষে দোয়া ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ওয়াজ ও দোয়ার মাহফিল।