ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম।

ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম।

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম।

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এতে করে ব্যাহত হচ্ছে পরিষদের স্বাভাবিক কার্যক্রম। এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এর নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, অত্র ইউনিয়ন পরিষদে ১০ জন গ্রাম পুলিশ সদস্যর মধ্যে আব্দুল আওয়াল নামে একজন সদস্য কিছুদিন আগে অবসরে চলে যায়। আরেক জন মহিলা গ্রাম পুলিশ মোরশেদা বেগম মাতৃত্বকালীন ছুটিতে আছেন। গ্রাম পুলিশ দফাদার মো. নসু মিয়া ও গ্রাম পুলিশ মো. সাগর মিয়া বর্তমানে ইউনিয়ন পরিষদে নিয়মিত ডিউটি করছেন। অপরদিকে অমর চাঁন নামে আরেক গ্রাম পুলিশ রাত্রীকালীন ডিউটি পালন করে। অন্যান্য সদস্যরা হলেন- ৭নং ওয়ার্ড মো. শাহীন মিয়া, ৫ নং ওয়ার্ড দেলু মিয়া, ৬ নং ওয়ার্ড ছাব্বির হোসেন, ২ নং ওয়ার্ড ইসহাক মিয়া, ৩ নং ওয়ার্ড আবুল হোসেন গত দুই মাস যাবৎ ডিউটি করছে না। এতে করে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্রাম পুলিশের দায়িত্বে অবহেলা ভোগান্তিতে পড়েছে সেবাগ্রহীতারা। জন্মনিবন্ধন থেকে শুরু করে অফিসের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিব মো. সুমন মিয়া বলেন, গত কয়েক মাস থেকে গ্রাম পুলিশ সদস্যরা ডিউটি পালন করছে না। এতে করে জন্মনিবন্ধন থেকে শুরু করে অফিসের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবাগ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের অনেকবার অফিসে ডেকে এনে ডিউটি করার কথা বলা হয়েছে। কিন্তু তারা কোন কথাই শুনে না। তারা তাদের ডিউটি না করার কারনে পরিষদের কিছু কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এবিষয়ে ইউএনও বরাবর একটি দরখাস্ত দেওয়া হয়েছে। অতি শীঘ্রই একটি ব্যবস্থা গ্রহন করা হবে।