র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
“প্রেস রিলিজ”
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ৬৩ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ২৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৬ জন গ্রেফতারসহ ৭৭ টি অস্ত্র, ১২৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২০৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৩৬ জন, জেল পলাতক ৩২ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ১৭০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যা ব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে অদ্য ০৮ মার্চ ২০২৫ ইং তারিখ ভোরে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন তেঁতুলতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ আব্দুল মালেক (৩৮) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ এবং ০১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তবে চালক সহ ০২ জন কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১চ। মোঃ আব্দুল মালেক (৩৮) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে। আসামী বর্তমানে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বিজয়পুর গ্রামে বসবাস করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com