সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ চালক চাই সংগঠনের লিফলেট বিতরণ ও মানববন্ধন সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ চালক চাই সংগঠনের লিফলেট বিতরণ ও মানববন্ধন কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫ সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ চালক চাই সংগঠনের লিফলেট বিতরণ ও মানববন্ধন মোঃ আবদুল আউয়াল সরকার।। দেশের সার্বিক সড়ক দুর্ঘটনার বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং করার প্রবল মানসিকতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, জনসচেতনতার অভাব, ট্রাফিক আইন কিংবা রাস্তায় চলাচলের নিয়ম না মানা দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা করার লক্ষে নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ এবং সমাবেশ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) বিকাল ৪টা কুমিল্লা কান্দির পাড় পূবালী চত্বরে নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ আজাদ সরকার লিটন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, নিরাপদ চালক চাই সংগঠনের সম্মানিত উপদেষ্টা কবি আবদুল কাইয়ুম, কবি সফিকুর ইসলাম ঝিনুক, আলোকিত বজ্র পুর উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম সোহেল,সহ সভাপতি রোকসানা ইসলাম দুলালী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, এবি পার্টি মহানগর কমিটির আহবায়ক গোলাম সামদানী, বিশিষ্ট সমাজসেবক সরদার হুমায়ুন কবির, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদিন দামাল, মানবিক টিমের সভাপতি আবদুল হান্নান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৈষম্য আন্দোলন সমন্বয়ক মোঃ রাসেল আহমেদ, নিরাপদ চালক চাই সংগঠন এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সহ সম্পাদক শিপন হোসেন মানব, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শিশির, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাকির হোসেন, কবি সাংবাদিক আবদুল আউয়াল, কবি রোকসানা সুখী, কবি দিল আফরোজা, সেলিনা বেগম, কবি রোমানা, ফুল কুড়ি খেলা ঘরের সাধারণ সম্পাদক সাদ বিন ইউসুফ, নির্বাহী সদস্য আব্বাসউদ্দীন। পরে কান্দিরপাড় এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীদেরকে লিফলেট বিতরণ করা হয়। SHARES কুমিল্লা জেলার খবর বিষয়: সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ চালক চাই সংগঠনের লিফলেট বিতরণ ও মানববন্ধন