হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২ হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২ কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২ আইয়ুব আলী, হোমনা।। কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লাল নামে এক যুবককে গলা কেটে হত্যা করায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা শেলী বেগম বাদী হয়ে রবিবার বিকেলে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার দুলাল নামে এক জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট জসীমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,বিল্লাল হত্যায় নিহতের মা শেলী বেগম বাদী হয়ে অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেছেন । এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে চেষ্টা অব্যহত রয়েছে। প্রকাশ, গত রবিবার রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: হোমনায় যুবককে গলা কেটে হত্যার দায়ে আটক-২