কুমিল্লায় ছাত্রদের উপর গুলিবর্ষণকারী ২ যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী
বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার ও ময়নামতি ফরিজপুর গ্রামের প্রয়াত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।
কুমিল্লা সদর ক্যাম্পে শনিবার রাত ১১ টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের দুজনের বিরুদ্ধে দুটো করে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com