বাবার হাত-পা বেঁ*ধে অমানুষিক নি*র্যা*তন করলো ছেলে ও বউমা! বাবার হাত-পা বেঁ*ধে অমানুষিক নি*র্যা*তন করলো ছেলে ও বউমা কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ বাবার হাত-পা বেঁ*ধে অমানুষিক নি*র্যা*তন করলো ছেলে ও বউমা সাতক্ষীরা প্রতিনিধি।। টাকা পয়সা চুরির প্রতিবাদ করায় বাবাকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে। শনিবার(২ নভেম্বর) সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে হৃদয় বিদারক ওই ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রাইমারী স্কুলের সাবেক শিক্ষক অরবিন্দ মন্ডল(৮০) বয়সে অনেক বৃদ্ধা কানে একটু কম শোনে। তিনি জমি জায়গা বিক্রি করে বা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করে বাড়িতে রাখেন। তবে সেই টাকা মাঝে মাঝে চুরি করে ছেলে বিশ্বনাথ মন্ডল ও বউমা কবিতা মন্ডল। এর প্রতিবাদ করায় মাঝে মাঝে শিক্ষক অরবিন্দ মন্ডলকে মারপিট করেন ছেলে ও বউমা। গত শনিবার টাকা সংক্রান্ত ব্যাপার নিয়ে শিক্ষক অরবিন্দ মন্ডল বিছলি গাদায় আগুন দিয়ে সব পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসময় বিশ্বনাথ মন্ডল ও বউমা কবিতা মন্ডল বৃদ্ধ শিক্ষক অরবিন্দ মন্ডলকে হাতে ও পায়ে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করেন। তারা এতই খারাপ প্রকৃতির যে কারো কথা তারা শোনেন না।স্থানীয় মেম্বর বিষয়টির সত্যতা নিশ্চিত করে সন্তোষ কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি একাধিকবার শালিস বিচার করেছি কিন্তু বিশ্বনাথ ও তার বউ শোনেনা। একই ঘটনা তারা বারবার ঘটায়। আমি বৃদ্ধ শিক্ষকের মেয়েদেরকে খবর দিয়েছি। তারা আসলে আবার বসে একটা সমাধান করার চেষ্টা করবো। SHARES অপরাধ বিষয়: বাবার হাত-পা বেঁ*ধে অমানুষিক নি*র্যা*তন করলো ছেলে ও বউমা