বিজয়ের গৌরবে মুখর কুমিল্লা, দিনব্যাপী নানা কর্মসূচি পালিত বিজয়ের গৌরবে মুখর কুমিল্লা, দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ বিজয়ের গৌরবে মুখর কুমিল্লা, দিনব্যাপী নানা কর্মসূচি পালিত স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা নগরীর টাউনহলে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরণ, বিজয় র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।এদিন, সকাল সাড়ে ছটায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান। পরে, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় ।পরে, সকাল ৯ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, আতাউর রহমান ছুটি, সাজ্জাদুল কবীর, রোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। এছাড়াও হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার সরবরাহ করা হয়েছে।দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুপুর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।এছাড়াও, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এ দিন বিকাল ৩ টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে, দিবসটিকে কেন্দ্র করে কুমিল্লায় দিনব্যাপী চলেছে আরো বেশকিছু কর্মসূচি। জেলা ও উপজেলা সকল সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্র শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। এছাড়াও সকল পর্যটন কেন্দ্রে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সরকারি/বেসরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুকরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্তকরণ করা হয়েছিলো।এদিন, সন্ধ্যা ৬ টায় কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনের মধ্য দিয়েই বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির সমাপ্তি হয়।এছাড়াও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে আবৃত্তি ও গান পরিবেশন করেন।বিজয় দিবসের বিভিন্ন আয়োজনকে ঘিরে পুরো কুমিল্লা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয় লাল-সবুজের আলোকসজ্জায়। বিজয়ের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে শহরের প্রান্তিক মানুষেরাও যোগ দেন নানা আয়োজনে। SHARES জাতীয় বিষয়: দিনব্যাপী নানা কর্মসূচি পালিতবিজয়ের গৌরবে মুখর কুমিল্লা