বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আটক কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আটক। এবিএম আতিকুর রহমান বাশার,দেবিদ্বার প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পৌর যুবলীগে সাধারন সম্পাদক ওয়াহেদ সরকার (৪৫)কে বিএনপি নেতা-কর্মীরা আটক করেছে দেবীদ্বার থানা পুলিশে সোপার্দ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় পৌরসভায় ঠিকাদারী কাজের বিল আনতে গেলে তাকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা রুবেল হত্যা মামলার অভিযুক্ত আসামী দাবী করে আটক করে থানা পুলিশে সোপার্দ করেছেন। রোববার রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। আব্দুল ওয়াহেদ সরকার (৪৫) দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের পুরাতন বাজার এলাকার সরকার বাড়ির মৃত: আব্দুল মালেকের পুত্র। সে দেবীদ্বার পৌর যুবলীগের সাধারন সম্পাদক।গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। এ ব্যপারে রুবের হত্যা মামলার বাদী ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম সরকার জানান, আটক ওয়াহেদ সরকার রুবেল হত্যা মামলার কোন এজহারভ‚ক্ত আসামী নয়, তবে বিগত ফ্যাসিস্ট সরকারে সহযোগী ছিল। সে পেশায় একজন ঠিকাদার ছিলেন। ঠিকাদারী কাজের বিল আনতে গেলে আমাদের কিছু বিএনপি সমর্থক তাকে আটক করে পুলিশে সোপার্দ করেছেন বলে শুনেছি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিএনপির কিছু লোকজন ওয়াহেদ সরকারকে ধরে এনে পুলিশে সোপার্দ করেছে। এখনো যাচাই বাছাই করা হয়নি। যাচাই বাছাই করার পূর্বে এ সংক্রান্তে কিছুই বলতে পারবনা। SHARES অপরাধ বিষয়: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্তর্জাতিক মানের নেতৃত্ব তৈরি করবে----কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল