‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রয়োজনীয় ব্যবস্থা ও বিষয়গুলো>>> ‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রয়োজনীয় ব্যবস্থা ও বিষয়গুলো>>> ‎

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রয়োজনীয় ব্যবস্থা ও বিষয়গুলো>>>

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।
‎♦️কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। লিস্ট দেখে আপনার কেন্দ্রের অবস্থান জেনে নিতে পারেন। আর ওইদিন ভাড়া পাঁচ দশ ৫শত টাকা বেশি নিতে পারে বলে অভিযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের।  

‎১.ভিক্টোরিয়া ইন্টার শাখা। কান্দিরপাড় নেমে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে,৫ মিনিট লাগবে।

‎২.শিক্ষা বোর্ড কলেজ। শাসনগাছা থেকে দৌলতপুর ১৫ টাকা ভাড়া এরপর অটো দিয়ে টমছমব্রিজের অটো দিয়ে ১০ টাকা। অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে। বিশ্বরোড বা জাঙ্গালিয়া থেকে ২০/১০ টাকা ভাড়া টমছমব্রিজ, সেখান থেকে কোটবাড়ি রোডের অটো দিয়া ৫টাকা ভাড়া। ঢাকা বা অন্যকোথাও থেকে কেউ যদি কোটবাড়ি বিশ্বরোড নামেন তাহলে কোটবাড়ি বিশ্বরোড থেকে টমছমব্রিজ এর সিএনজিতে উঠবেন ১৫ টাকা নিবে। সিনএজিওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে।

‎৩. ইবনে তাইমিয়া। শাসনগাছা থেকে দৌলতপুর ১৫ টাকা ভাড়া এরপর অটো দিয়ে টমছমব্রিজের অটো দিয়ে ১০ টাকা এরপর মেডিকেল রোডের অটো দিয়া ৫/১০ টাকা ভাড়া, অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে। বিশ্বরোড বা জাঙ্গালিয়া থেকে ২০/১০ টাকা ভাড়া টমছমব্রিজ।

‎৪.অজিত গুহ কলেজ। কান্দিরপাড় থেকে চকবাজারে অটো দিয়া ১০ টাকা ভাড়া, অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে।

‎৫.মহিলা কলেজ। কান্দিরপাড় থেকে ১০ টাকা ভাড়া, ভিক্টোরিয়া ইন্টার শাখার কলেজ রোডে অটো পাবেন। টমছমব্রিজ থেকে রাজগঞ্জগামী অটোতে ১০ টাকা ভাড়া। অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে।

‎৬. কুমিল্লা মর্ডান হাই স্কুল।  কান্দিরপাড় থেকে রানীরবাজার রোডের অটো দিয়ে ১০ টাকা ভাড়া।

‎৭.জিলা স্কুল। কান্দিরপাড় নেমে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে।

‎৮.ক্যান্টনমেন্ট বোর্ড  স্কুল।  ঢাকা থেকে আসলে বাসওয়ালা মামাকে বললে কোটবাড়ি বিশ্বরোড  নামিয়ে দিবে আর  পদুয়া বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড আসবেন ২০ টাকা গাড়ি ভাড়া নিবে। কোটবাড়ি বিশ্বরোড থেকে ১৫ টাকা নিবে।

‎৯. ঈশ্বরপাঠশালা স্কুল। বিশ্বরোড বা জাঙ্গালিয়া থেকে কান্দিরপাড় আসার অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে। শাসনগাছা থেকে কান্দিরপাড় এরপর কান্দিরপাড় থেকে টমছমব্রিজ রোডের অটোতে উঠলে ১০ টাকা ভাড়া।

‎১০.ভিক্টোরিয়া ডিগ্রী শাখা। কান্দিরপাড় থেকে রানীরবাজার রোডের অটোতে উঠলেই হবে ১০ টাকা ভাড়া নিবে।

‎১১.কুমিল্লা সরকারি কলেজ। শাসনগাছা থেকে কান্দিরপাড় রোডের অটোতে উঠলে অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে ১০ টাকা ভাড়া। কান্দিরপাড় থেকে শাসনগাছা রোডের অটোতে ১০ টাকা ভাড়া।

‎১২. ফয়জুন্নেসা স্কুল। শাসনগাছা থেকে কান্দিরপাড় রোডের অটোতে উঠলে অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে ১০ টাকা ভাড়া। কান্দিরপাড় থেকে শাসনগাছা রোডের দিকে বরাবর ৫ মিনিট হাটলে পাবেন। 

‎১৩.সরকারি টির্চার ট্রেনিং কলেজ। কোটবাড়ি বিশ্বরোড থেকে ১০ টাকা ভাড়া।

‎১৪.  কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কোটবাড়ি বিশ্বরোড় থেকে ২০ টাকা অটো ভাড়া।

‎১৫.বর্ডার গার্ড স্কুল কলেজ। কোটবাড়ি বিশ্বরোড থেকে ২০ টাকা ভাড়া।

‎১৬. কুমিল্লা সিটি কলেজ, কোটবাড়ি। কোটবাড়ি বিশ্বরোড থেকে ২০ টাকা ভাড়া।

‎১৭. ফরিদা বিদ্যাতন।কান্দিরপাড় থেকে রানীরবাজার রোডের অটো দিয়ে ১০ টাকা ভাড়া।

‎১৮.টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোটবাড়ি।কোটবাড়ি বিশ্বরোড থেকে ২০ টাকা ভাড়া।

‎১৯.পলিটেকনিক ইনস্টিটিউট।কোটবাড়ি বিশ্বরোড থেকে ১০ টাকা ভাড়া।

‎২০. সরকারি ল্যাবরটরি উচ্চ বিদ্যালয়।কোটবাড়ি বিশ্বরোড থেকে ১০ টাকা ভাড়া।

‎২১. শালবন হাইস্কুল। ।কোটবাড়ি বিশ্বরোড থেকে ২০ টাকা ভাড়া।

‎২২. পুলিশ লাইন স্কুল। শাসনগাছা থেকে কান্দিরপাড় রোডের অটোতে উঠলে অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে ১০ টাকা ভাড়া। কান্দিরপাড় থেকে শাসনগাছা রোডের অটোতে ১০ টাকা ভাড়া।

‎২৩. কুমিল্লা হাই স্কুল। শাসনগাছা থেকে চকবাজার রোডের অটো দিয়া ১৫ টাকা ভাড়া। কান্দিরপাড় থেকে জিলা স্কুল রোড দিয়ে ১০/১৫ টাকা ভাড়া। অটোওয়ালা মামাকে বললে নামিয়ে দিবে।

‎আরো কলেজ থাকলে নাম বলবেন এই পোস্টে বলে দিবো। পোস্টে কোথাও ভুল থাকলে বলবেন ঠিক করে দেওয়া হবে। সবাই সেইফ ভাবে আসবেন।