দেবীদ্বারে ‘আমার দেশ পত্রিকা’র প্রকাশক সম্পাদক সহ ৪ সাংবাদিক এবং তালায় কালের কন্ঠ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন

দেবীদ্বারে ‘আমার দেশ পত্রিকা’র প্রকাশক সম্পাদক সহ ৪ সাংবাদিক এবং তালায় কালের কন্ঠ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা)প্রতিনিধি।।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সাংবাদিকদের মত ও পথের ভিন্নতা থাকবে এটা স্বাভাবিক কিন্তু পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের এক পরিবারের সদস্য ভাবতে হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে ‘আমাদেশ পত্রিকার পাঠক ফোরামের’ আয়োজনে ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধনে প্রধান বক্তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএফএম)’র কেন্দ্রীয় উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ওই বক্তব্য তুলে ধরেন। তিনি আরো বলেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সাংবাদিকরা আজ নিরাপদ নয়, সম্প্রতি বাংলাদেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে অনিয়ম- দূর্নীতির সংবাদ তুলে ধরার কারনে হামলা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রাননীর শিকার হচ্ছেন। সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাতক্ষিরা জেলার তালায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু দূর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা প্রকৌশলীর বাড়াবাড়িতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তথ্য অধিকার আইনের কোন ধরনের তোয়াক্কা না করে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। সারা দেশের ন্যায় আমরা এ ঘটনাগুলোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। তিনি জোর দাবী জানিয়ে আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ক্ষমতার অপব্যবহার ও তথ্য অধিকার আইনের তোয়াক্কা না করে দায়ের করা মিথ্যা মামলায় কারা নির্বাসিত তালায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে নিঃশর্ত মুক্তির দাবী করেন। অন্যথায় সাংবাদিকদের অধিকার সুরক্ষায় আন্দোলনরত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএফএম) সারাদেশের সাংবাদিকদের নিয়ে রাজপথে নামার বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকী দেন। আমার দেশ পত্রিকার দেবীদ্বার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএফএম)’র উপজেলা নেতা সাংবাদিক মো. শাহ জালাল’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএফএম)’র কেন্দ্রীয় উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অন্যান্যেদের বক্তব্য রাখেন ‘আমার দেশ’ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান, ‘আমার দেশ’ কুমিল্লা (দক্ষিণ) জেলা প্রতিনিধি মো. শাহ আলম সফি, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা। মানবন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহিদ, জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা(উঃ) জেলা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা জামায়েতের সাধারন সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, পৌর জামায়েতের সেক্রেটারী ফেরদৌস আহমেদ প্রমূখ।