ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা কুমিল্লার খবর কুমিল্লার খবর Cumillarkhobor প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নিয়ন্ত্রণ ও রাস্তাঘাট সংস্কারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটগুলো দ্রুত মেরামত করার উপর গুরত্বারোপ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইঁয়া রিপন ও শেখ আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। SHARES অর্থ-বানিজ্য বিষয়: ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা